• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জ ব্রিজ এলাকায় বাস চাপায় খোজারখলা মসজিদের ইমাম নিহত

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২০, ২০১৭

ছাতক  সংবাদদাতা : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ ব্রিজ এলাকায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই গ্রামের হাফিজ মফজ্জল খানের পুত্র ও সিলেট শহরের খোজারখোলা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা উসমান খান (৩৫)।।
জানা যায়,  বুধবার সকালে সিলেট থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে এসে সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটসাইকেল যোগে সিলেট যাওয়ার পথে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গাতির একটি যাত্রীবাহী মিনিবাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক উসমান খান। স্থানীয়রা আহত ইমাম উসমানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে মৃত্যুর কূলে ডলে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর গোজারখলা জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের প্রথম যানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে মরহুমের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাকে পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হবে। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশের এএসআই জাকারিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস নং-সিলেট-জ-১১-৩৮৮টিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।