• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে গলায় ফাঁস দেয়া এক ব্যক্তির লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২০, ২০১৭

ছাতক  সংবাদদাতা :  ছাতকের গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দেয়া অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের গোবিন্দগঞ্জস্থ তাজপুর এলাকার রেললাইনের পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে থানা-পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-ছাতক রেল লাইন সংলগ্ন তাজপুর-গড়গাঁও এলাকার একটি পাহাড়ি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় (৪৫) বছর বয়সি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহত ওই ব্যক্তির পরনে লুঙ্গি ও হাফ সার্ট ছিল। ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর এলাকার রেললাইনের সংলগ্ন একটি গাছের ডালে কালো রংয়ের রশি দিয়ে ঝুলানো অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ছাতক থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের পর বিকেলে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।