• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিশু রাজন হত্যা : ৪ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১১, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক : সিলেটে আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যার দায়ে প্রধান আসামি কামরুল ইসলামসহ ৪ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল ইসলাম (২৪), চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না (৪৫), তাজ উদ্দিন বাদল (২৮) ও জাকির হোসেন পাভেল (পলাতক)। চলতি বছরের ১২ মার্চ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের তারিখ ১১ এপ্রিল নির্ধারণ করেন।
এ বছরের ৩০ জানুয়ারি রাজন হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। ২০১৬ সালের ১০ নভেম্বর রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। পরে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করা হয়।
২০১৫ সালের ৮ নভেম্বর রাজন হত্যা মমালায় আসামি কামরুলসহ ৪ জনকে ফাঁসির আদেশ দেন মহামান্য আদালত।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।