• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আজিজ আহমদ সেলিমের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১০, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক ও বিটিভি’র সিলেট বিভাগীয় প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১০ এপ্রিল) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সকাল ৮টা থেকে তাঁর অপারেশন শুরু হয়। বেলা পৌনে ৫টা পর্যন্ত অপারেশন থিয়েটারে অপারেশন চলে। সার্জন ডা. ফারুক আহমদের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম এই অপারেশন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আজিজ আহমদ সেলিমের ভাই জাবেদ আহমদ।
এর আগে জেলা প্রেসক্লাবে উদ্যোগে বাদ জোহর এক দোয়া মাহফিল শাহজালাল (র.) দরগায় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ক্রীড়া সংগঠক মুফতি আব্দুল খাবির, কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়েস খসরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলসহ জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।