• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে চুরির দায়ে যুবকের কারাদণ্ড

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১০, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : তাহিরপুর উপজেলার সদর বাজারে চুরির দায়ে অসীম মিয়া (১৯) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১০ এপ্রিল) তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের ভ্রাম্যমান আদালত এ কারাদণ্ডাদেশ প্রদান করে। অসীম মিয়া তাহিরপুর উপজেলার উমেদপুর গ্রামের জহুর মিয়ার পুত্র। পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার সদর বাজারে জগদীশ রায়ের দোকানে চুরির চেষ্টাকালে জনতা তাকে ধরে পুলিশে দেয়। সোমবার সকালে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত এ সাজা প্রদান করেন।