• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মিজান চৌধুরীর বাসায় ভাংচুর-লুটপাটে বিএনপির নিন্দা

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বাসায় ভাংচুর ও লটুপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এই সন্ত্রাসী হামলা ও লুটপাটে জড়িতদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- দুটি ছাত্র সংগঠনের মধ্যে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতার বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। অবৈধ ক্ষমতার মোহে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সিলেটের দীর্ঘ দিনের লালিত রাজনৈতিক শিষ্টাচারকে বিনষ্ট করেছে। তারা একের পর এক সীমা লংঘন করে প্রতিহিংসার অপরাজনীতির কালো অধ্যায়ের সুচনা করেছে। এধরনের ন্যাক্কারজনক কর্মকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।