লন্ডনে সম্মাননা পদক পেলেন সিলেট জেলা অওয়ামীলীগের সদস্য, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নজরুল ইসলাম কামাল। টাওয়ার হ্যামলেট স্পিকার খালিস উদ্দিন এ সম্মাননা পদক তুলে দিয়ে নজরুল ইসলাম কামালের ভূয়সী প্রশংসা করে বলেন, কামাল শুধু একটা নাম নয়, একটা সামাজিক ও রাজনীতিক প্রতিষ্টান। মানুষের সাথে আন্তরিক সর্ম্পক রেখে চলার অসাধারন গুণ রয়েছে তার মাঝে। মানুষের কল্যাণে কামাল নিবেদিত. সে কারনে রাজনীতিক ক্ষেত্রে ও তিনি সফল। তিনি বলেন, কামালকে আমি খুব কাছে থেকে দেখেছি। বাঙ্গালী কমিউনিটিতে তার রয়েছে ব্যাপক গ্রহন যোগ্য সর্ম্পক । যা আমার নিবার্চনে সহায়ক হয়েছিল। সততা ও নিষ্টার সাথে শুধু মাত্র সর্ম্পকের কারনে নিস্বার্থভাবে কারো জন্য যে কাজ করা যায় নজরুল ইসলাম কামাল তার উজ্জ্বল উদাহরণ। স্থানীয় টাউন হলে বুধবার .দুপুরে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ, যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি, প্রবীন রাজনীতিক সুলতান শরীফ, নাসির উদ্দিন রাসেল সিরাজ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি