• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিএনপির সাক্কুর কাছে আওয়ামী লীগের সীমার হার : বেসরকারি ফলাফল

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৩০, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক :::  কুমিল্লায় হেরে গেলো আওয়ামী লীগ। ফের কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। নির্বাচনে স্থগিত হওয়া দুইটি কেন্দ্র বাদ দিয়ে বাকি ১০১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি ১১ হাজার ৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এই  কেন্দ্রগুলোয় বিএনপির দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। বিপরীতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী  আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট। রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল কুমিল্লা টাউন হল মিলনায়তন থেকে এই কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করছেন।
কুসিকের ১০১টি কেন্দ্রের কেন্দ্রিকভিত্তিক ফল ঘোষণা শেষে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, মোট ১০১টি কেন্দ্রের মধ্যে সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট। ‘আগামী শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১টায় নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় কুমিল্লা থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করা হবে।’
এদিকে সম্ভাব্য বিজয়ের খবরে বিএনপির মেয়রপ্রারথী মনিরুল হক সাক্কুর কর্মী-সমর্থকরা টাউন হল প্রাঙ্গণে জড়ো হয়েছেন।  তারা টাউন হলের আশপাশে দফায়-দফায় বিজয়ের স্লোগান দিচ্ছেন। উল্লেখ্য,  ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ৫ হাজার ১১৯ জন মহিলা।