• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৩০, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জে সেতুর পিলার দেবে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রুহুল আক্তার। তিনি বলেন, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত হবিগঞ্জে ব্যাপক বৃষ্টি হয়। এজন্য মাধবপুর উপজেলার ইটাখোলা রেলস্টেশনের অদূরে ৫৬ নম্বর ব্রিজের একটি পিলার দেবে যায়। এ কারণে ওই লাইনে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
রুহুল আক্তার আরও বলেন, সকাল থেকে পিলারটি ঠিক করার কাজ চলছে। এটি মেরামত করতে আরও কিছু সময় লাগতে পারে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।