• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের সংবর্ধনা

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৩০, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক : জেলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের মাতা মালেকা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোখতার হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ সিপাহী মো. মোস্তফা কামাল জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই দেশে মুক্তিযোদ্ধাদের পরিপূর্ণ সম্মান দিচ্ছেন। বিগত দিনে অন্যান্য সরকারের সময়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছিল।
তারা আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও যোদ্ধাদের সর্বক্ষেত্রে মূল্যায়ন করছে। তাদের মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। তাই জাতির শ্রেষ্ঠ বীরের মাকে সংবর্ধনা দেয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, মুক্তিযোদ্ধা কমান্ডর দোস্ত মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সম্পাদক সামসুল আলম মিঠু, বীরশ্রেষ্ঠ’র ছোট ভাই মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, চেম্বর আব কমার্সের পরিচালক মো: শফিকুল ইসলাম।