সিলেট সুরমা ডেস্ক : সিলেট বিভাগের বিভিন্ন থানায় দায়েরকৃত ৫টি ডাকাতি মামলার আসামি সাদিকুর রহমান লিটনকে (২৯) গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার দেওকলস ইউনিয়নের সরদার পাড়া গ্রামের মৃত মজর আলীর ছেলে।
মঙ্গলবার (২৮ মার্চ) রাতে স্থানীয় বাগিছা বাজার থেকে থানা পুলিশের ওসি (তদন্ত) কামাল হোসেন তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ২০১৭ সালের ২১ জানুয়ারি বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলা নং ১৪।
বুধবার (২৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ২০১৩ সালের ১৭ মে জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলা নং ১২, এর পাঁচদিন পর ২৩ মে বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলা নং ১২ এবং ২০১৬ সালের ১৪ জানুয়ারি বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলা নং ৫।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, সিলেট বিভাগের বিভিন্ন থানায় লিটনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। ২০১৭ সালের ২১ জানুয়ারি বিশ্বনাথ থানায় দায়েরকৃত ১৪ নং মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।