• ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোটাটিকরে বোমা হামলায় পুলিশসহ নিহত ৩

প্রকাশিত মার্চ ২৫, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক :: নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হন আরো অন্তত ১৭জন।   কিছুক্ষণ পরে একইস্থানে আরেকটি অবিস্ফোরিত বোমার বিস্ফোরণ ঘটে। এতে  ইন্সপেক্টর আবু কয়ছর , ছাত্রলীগ নেতা পাপ্পু ও মাসুক নিহত।  এসময় দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ ও ইন্সপেক্টর মনির গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শিববাড়ির ‘আতিয়া মহল’-এর জঙ্গি আস্তানায় অদূরে অবস্থিত। ওই আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালীন সময়ে এই হামলার ঘটনা ঘটলো। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বিস্ফোরণে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।