• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জাপানে বার্ড ফ্লু ঠেকাতে আরো ২ লাখ ৮০ হাজার পাখি নিধন করা হবে

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৫, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে মারাত্মক সংক্রমণশীল বার্ড ফ্লু’র প্রকোপ ঠেকানোর চেষ্টার অংশ হিসেবে শুক্রবার দুই লাখ ৮০ হাজারের বেশি মুরগি নিধনে কয়েক হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে।
নভেম্বর মাস থেকে দেশব্যাপী বেশ কয়েকটি খামারে কয়েকদফা নিধনযজ্ঞ চালানো হয়েছে। সর্বশেষ দফায় ১৬ লাখ ৭০ হাজারের বেশি মুরগি হত্যা করা হবে।
নভেম্বর মাসে উত্তরাঞ্চলীয় অ্যামোরি অঞ্চলে ভাইরাসটি সনাক্ত করা হয়।
উত্তরপূর্বাঞ্চলীয় মিয়াগি অঞ্চলের একটি ফার্মে এই সৈন্যদের পাঠানো হয়েছে। সেখানে প্রায় দুই লাখ ২০ হাজার মুরগি নিধন করা হবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
টোকিও’র দক্ষিণপূর্বের একটি খামারের ৬৮ হাজার মুরগি হত্যা করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুটি স্থানে মুরগি নিধনে সহায়তা করতে ৩৭০ সৈন্য পাঠানো হয়েছে।