সিলেট সুরমা ডেস্ক :::: সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলের পাশের একটি সাদা রঙের ভবন বর্তমানে ঘিরে রেখেছে সেনাবাহিনী। ওই ভবনের বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেয়া হচ্ছে। শনিবার (২৫ মার্চ) সকালে অপারেশন টোয়ালাইট শুরুর পর ১০টা ৪০ মিনিটে পাশের সাদা রঙের ওই ভবন থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছোঁড়েছে বলে শুনা যাচ্ছে। ওই তবে বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই ভবনেও জঙ্গিদের অবস্থান রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা সকাল ৮টা ২৮ মিনিটে লে. কর্নেল ইমরুল কায়েসের নেতৃত্বে ‘আতিয়া মহলে’ এ অভিযান শুরু করে।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা ও চারতলাবিশিষ্ট দুটি ভবনের নাম আতিয়া মহল। সিলেট নগরীর আতিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাটের (বন্দরঘাট) বাসিন্দা উস্তার মিয়া।