• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আজিজ আহমদ সেলিমকে দেখতে হাসপাতালে মেয়র আরিফ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৪, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক :::: সিলেটের সিনিয়র সাংবাদিক  অসুস্থ আজিজ আহমদ সেলিমকে দেখতে গেলেন  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে গিয়ে “দৈনিক উত্তর পূর্ব”-র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মেয়র আরিফ। এসময় তিনি বেশ কিছু সময় আজিজ আহমদ সেলিমের পাশে ছিলেন।
তার সঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধূরী  ও মহানগর বিএনপি নেতা মইন উদ্দিন সুহেল উপস্থিত ছিলেন। এসময় মেয়র আরিফ হাসপাতালের চিকিৎসক খালেদ মহসিন ও সাংবাদিক আজিজ আহমদ সেলিমের স্ত্রী-স্বজনদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে  চিকিৎসক খালেদ মহশিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর হার্টে ব্লক ধরা পড়েছে।