
সিলেট সুরমা ডেস্ক :::: বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক নুরুল ইসলাম এ জিডি করেন। জিডি নম্বর-১৫৭৩। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় ফরেন পলিসি বিভাগে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৭০ জন কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনা তদন্তে পাচঁ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।