• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অধ্যাপক,পুলিশ পরিবার, সংখ্যালগু সম্প্রদায়সহ ২০০ মানুষ জিম্মি

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৪, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::::
পুলিশের এন্টিটেররিজম স্কোয়াড সোয়াত অভিযান পরিচালনা করছে। শিশু-নারী, বৃদ্ধসহ আতিয়া মহলে জিম্মি থাকা দু’শতাধিক মানুষের মাঝে অভিযান পরিচালনায় সতর্কতার সাথে অগ্রসর হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দিনব্যাপী বিদ্যুৎ না থাকার পর কিছুক্ষণ আগে বিদ্যুৎ পেয়েছেন সন্দেহজনক জঙ্গি আস্তানা আতিয়া মহলের বাসিন্দারা।
সেখানে জিম্মি থাকা ২য় তলার বাসিন্দা গোবিন্দগঞ্জ কলেজের গণিতের অধ্যাপক তপন দে জানান-গ্রাউন্ড ফ্লোরে জঙ্গিরা আস্তানা ঘেড়েছে। ৫ তলার প্রতি তালার ৬ ইউনিটে ৩০ টি পরিবার প্রায় ২০০ সদস্য নিয়ে জিম্মি হয়ে আছেন। ২০০ জনের মধ্যে প্রায় অর্ধেক মানুষ সংখ্যালগু সম্প্রদায়ের। সেখানে শিক্ষক-সরকারি কর্মকর্তার পরিজন রয়েছেন। দোতালার বাসিন্দা পুলিশের এএসআই মুহিবুর রহমান তার পরিবার জিম্মি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ভিতরে আটক পরিবারগুলোর আত্মীয়-স্বজনরা আতিয়া মহল থেকে দূরে বসে ক্রন্দন করছেন।