• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জানুয়ারিতে স্বামী-স্ত্রী পরিচয়ে ‘আতিয়া মহল’র ফ্লাট ভাড়া নেয় কাওসার ও মর্জিনা

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৪, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার শিববাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা ‘আতিয়া মহল’র নামের বাসাটির একটি ফ্লাট জানুয়ারির প্রথম সপ্তাহে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেয় কাওসার আলী ও মর্জিনা বেগম।
বাড়ির মালিক উস্তার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন- তারা বাসাটি জানুয়ারির প্রথম সপ্তাহে ভাড়া নিয়েছে। বাসা ভাড়া নেওয়ার সময় তাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিয়েছে। তবে বর্তমানে সেগুলো পুলিশের কাছে রয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত ৪টা থেকে ‘আতিয়া মহল’ নামের ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে বাড়িটি অবস্থিত।
পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা ‘আল্লাহু আকবর’ আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে। ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটির নিচ তলায় জঙ্গিরা অবস্থান করছে। তারা ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে।