• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

পাথর কোয়ারীতে অভিযান : ১০টি বোমা মেশিন ধ্বংস, জিরো টলারেন্স ঘোষণা

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৪, ২০১৭

বৃহস্পতিবার ভোলাগঞ্জ পাথর কোয়ারীকে বোমা মেশিন মুক্ত করতে দিনব্যাপী অভিযান চালিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে ১০ টি বোমা মেশিন ও ভাসমান আরো ১০ টি বোমা মেশিনের সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইছের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় পুলিশ, বিজিবি ও আএনবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদেও জানিয়েছেন ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, কালাইরাগ ও উৎমা এলাকায় কোন ভাবেই বোমা মেসিন চলতে দেয়া যাবেনা। তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেন। বিজ্ঞপ্তি