• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা মালিক শ্রমিকের যৌথ উদ্যোগে মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২২, ২০১৭

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার কেন্দ্রিয় বাস টার্মিনালে সিলেট জেলা মালিক শ্রমিক যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মো. তেরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিকের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা মালিক সমিতির সভাপতি জমির আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহা সচিব আবুল কালাম, সিলেট জেলা মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক কয়ছর আহমদ মাখন, সহ-সাধারণ সম্পাদক এমরান আহমদ জুনু, সহ- সাধারন সম্পাদক সেকু মিয়া, সহ-সভাপতি নাজিম লস্কর, সহ-সভাপতি হেলাল আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য শামছুল হক মানিক, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান, সদস্য রুবেল আহমদ শিবলু, সেলিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শফিকুর রহমান, সিলেট-ঢাকা দক্ষিণ মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি নজরুল ইসলাম, সিলেট জকিগঞ্জ মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সিলেট মৌলভীবাজার মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি বাবুল মিয়া, সিলেট তামাবিল মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি মানিক মিয়া, সিলেট-ঢাকা মিতালী মিনিবাস শ্রমিক উপকমিটির সম্পাদক সাজ উদ্দিন, সিলেট-ঢাকা বাস শ্রমিক উপকমিটির সভাপতি রুনু মিয়া, সিলেট জগন্নাথপুর মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি ফজর আলী, গোয়ালাবাজার মাইক্রো শ্রমিক উপকমিটির সভাপতি কাপ্তান মিয়া, জকিগঞ্জ বাস শ্রমিক উপকমিটির সাভাপতি আব্দুুল মুনিম, কদমতলী মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সভাপতি আকবর আলী, গোলাপগঞ্জ মাইক্রো শ্রমিক উপকমিটির সভাপতি শামীম আহমদ প্রমূখ।
সভায় বক্তরা বলেন, ২৮ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনের রাত সাড়ে ১২ টায় টক শো-তে তথা কতিথ শ্রমিকলীগ নেতা ইনসর আলী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানান। এসময় বক্তারা ইনসুর আলী‘র দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করে বলেন, সেলিম আহমদ ফলিক একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। দেশের সূর্য সন্তানদের নিয়ে যার কুটুক্তি করে তারা কোন সময় বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত থাকতে পারেন। মূলত তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। তারা দেশ ও জাতির শত্রু। অবিলম্বে ইনসুর আলী তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবী জানান বক্তারা। প্রেস-বিজ্ঞপ্তি