• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২১, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক : হৃদরোগে আক্রান্ত সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছে। মঙ্গলবার সকালে ঢাকাস্থ জাতীয় হার্ট ফাউন্ডেশনে তাঁর এনজিওগ্রামের রিপোর্টে ব্লক ধরা পড়ে।
ব্লকগুলো অপসারণের জন্য সার্জারির প্রয়োজন হবে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার। তবে কবে সার্জারি করা হবে এ ব্যপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এরআগে, গত রবিবার রাতে ঢাকায় তিনি তাঁর মেয়ের বাসায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষনিক আজিজ আহমদ সেলিমকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তিনি ডা. খালেদ মহসীনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর আশু সুস্থ্যতা কামনায় আজ মঙ্গলবার দুপুর ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
আজিজ আহমদ সেলিমের দ্রুত সুস্থতা কামনায় সিলেটের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনগণের দোয়া কামনা করেছেন তাঁর পরিবারের সদস্যরা এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।