সিলেট সুরমা ডেস্ক : জঙ্গি সংগঠন জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই প্রকৌশলীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (২০ মার্চ) দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর এ তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকা থেকে সন্দেহভাজন ৫ জঙ্গিকে আটক করে র্যাব-১০ এর সদস্যরা। এ বিষয়ে দুপুরে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। র্যাব আরো জানিয়েছে, তাদের কাছে আশকোনার হামলার বিষয় জানতে চাওয়া হচ্ছে। তবে তারা কোনও জঙ্গি সংগঠনের তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।