হবিগঞ্জ সংবাদদাতা :
মহাসড়কে নিষিদ্ধ সিএনজি অটোরিক্সার ধাক্কায় বাহুবল মডেল থানার এএসআই সহ ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দৌলতপুর নামক স্থানে গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে। বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম জানান, বাহুবল মডেল থানার এএসআই সাইদুল হক মোটর সাইকেলযোগে মিরপুর থেকে ফেরার পথে দৌলতপুর গ্রামের নিকট একটি সিএনজি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হক। এ ঘটনায় আরো এক কিশোর আহত হয়েছে। আহত এএসআই সাইদুল হককে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।