স্টাফ রিপোর্টার
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম এ মতিনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক। তাকে শনিবার ঢাকায় প্রেরণ করা হয়েছে। ওসমানী হাসপাতালের চিকিৎসকরা জানান,এম এ মতিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় বেপরোয়া গতিতে আসা মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ছাত্রদল নেতা এম এ মতিন। তিনি শিববাড়ির আজমান কমপ্লেক্সের মৃত কামাল মিয়ার ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক । গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মতিনকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মাথায় আঘাত পাওয়ার ফলে কান ও নাক দিয়ে রক্ত বের হতে থাকে। তার অবস্থা আশংকাজনক। ঘটনার দিন আজমান কমপ্লেক্স থেকে বের হয়ে এম এ মতিন রাস্তার উপর আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে সাজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় লোকজন মোটর সাইকেল আটক করতে সক্ষম হন। আহত সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম এ মতিনের দ্রুত সুস্থতার জন্য পরিবারের স্বজনরা সবার কাছে দোয়া কামনা করেছেন।