গোলাপগঞ্জ সংবাদদাতা :
গোলাপগঞ্জে উপজেলার পানিয়াগা গ্রাম থেকে ২ সহযোগিসহ ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। তারা হলো, ঐ গ্রামের কুনু মিয়ার পুত্র মো. জাবেদ মিয়া (২০), শফিক উদ্দিনের পূত্র মো. জয়নাল আবদীন (৩৮), মোবারক আলীর পুত্র মো. আরমিছ আলী (৬৫)। দ্দক্রবার আড়াইটার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত জাবেদ মিয়া তার এই দুই সহযোগিকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করলে তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। এতদিন তারা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।