সিলেট সুরমা ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। শুক্রবার ভোরে উপজেলার বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিরুন্নেছা (২২) গোয়াইনঘাট উপজেলার হাতিরখাল গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
আর স্বামী আলমগীর হোসেন (৩০) একই উপজেলার বগাইয়া গ্রামের শফিকুল হোসেনের ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ আমিরুন্নেছার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আর ঘাতক স্বামী আলমগীরকে আটক করেছে।
পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ডের এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।