• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আখালিয়া থেকে বিষধর ২টি সাপ আটক

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৭, ২০১৭

স্টাফ রিপোর্টার :
নগরীর আখালিয়া এলাকার একটি বাড়ি থেকে ২টি বিষধর সাপ উদ্ধার করেছেন সর্পরাজ ইব্রাহিম আলী।  বৃহস্পতিবার সকালে পংকি ভিম রাজ ও মাছুওয়া আলদ নামে এ দুটি সাপ বাড়ির পাশের একটি পুকুরে পাশ থেকে ধরা হয়। এ সময় ইব্রাহিম আলী জানান, কিছু সংখ্যক বিষধর সাপ রয়েছে এই সাপগুলো ছোবল দিলে মানুষের মৃত্যু হতে পারে এবং সাথে সাথে যথাযথ চিকিৎসা করলে বাঁচানোও সম্ভব হয়। সাপের শরীরে আঘাত না পালে সাধারণত মানুষকে ছোবল দেয় না সাপ। গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়িতেই বিভিন্ন প্রজাতির সাপ আছে।