জকিগঞ্জ সংবাদদাতা :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জকিগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন এক যুবক। জানা গেছে, বুধবার সকালে উপজেলার বুরহানপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে নাসির উদ্দিন (২৫) কে বিয়ের ভাঙ্গনি দেয়ার অপবাদ দিয়ে একই বাড়ীর পছন আলী কাটাকাটিতে জড়িয়ে এক পর্যায়ে নাসির উদ্দিনকে মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে নাসির উদ্দিনকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।