• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে চেক ডিজঅনার মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ড

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৬, ২০১৭

স্টাফ রিপোর্টার :
চেক ডিজঅনার মামলায় এক ব্যক্তিকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও দ্বিগুণ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বুধবার (১৫ মার্চ) সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ দন্ড প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, নগরীর শেখঘাট এলাকার শুভেচ্ছা ৩৭০ নং বাসার বাসিন্দা মৃত হাজী কছির মিয়ার পুত্র ছাবের আহমদ ২০১৬ সালের ২৭ নভেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক বরাবরে এক অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রে আসামী করেন নগরীর সুবিদবাজার এলাকার মিয়া ফাজিল চিশ্ত এর শুভেচ্ছা আবাসিক এলাকার ১৮৪ নম্বর ইসমাইল মঞ্জিল বাসার বাসিন্দা মৃত মনির উদ্দিনের পুত্র জাহিদ খান সায়েদ ঋণ বাবত ৬ লাখ ৩৩ হাজার টাকা ঋণ নিয়ে যথাসময়ে টাকা পরিশোধ না করায় ২০১৫ সালের ১৪ ডিসেম্বর একটি লিগ্যাল নোটিশের মাধ্যমে উক্ত টাকা ফেরতের আহবান করলে এক পর্যায়ে বিবাদী জাহিদ খান সায়েদ ৬ লক্ষ ৩৩ হাজার টাকার একটি চেক প্রদান করেন। যা মেসার্স সিলেট কার সেন্টার নামীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ সিলেট শাখার হিসাব নন্বর-০০১১১০০০৩৪২৪৬০০০৬ সিডি নম্বর ৬২৯৭২৭২ তাং ১০/১০ ২০১৫ইং ৬ লক্ষ ৩৩ হাজার টাকার চেক বিগত ২০১৫ সালের ৮ ডিসেম্বর পূবালী ব্যাংক লিঃ সিলেট শাখায় জমা প্রদান করলে টাকা উত্তোলন করা যায়নি। ফলে চেকটি ডিজঅনার হলে বাদী মামলা দায়ের করেন। মামলার কোতোয়ালী থানার সিআর নং-১৪১/২০১৬। পরবর্তীতে মামলাটি মহানগর প্রথম আদালতে দায়রা মামলার নং-১৬০৯/২০১৬।
মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মামলার বিবাদী জাহিদ খান সায়েদকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ঋণকৃত টাকার দ্বিগুণ জরিমানা প্রদান করেন।