গোয়াইনঘাট সংবাদদাতা :
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার মন্দিরের জুম এলাকায় অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। সিলেটের অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াৎ মোহাম্মদ শাহেদুল ইসলাম’র নেতৃত্বে অভিযানে পাথর উত্তোলনের গর্ত থেকে সেচ কাজে ব্যবহৃত ২২টি শ্যালো মেশিন ও যান্ত্রিক পদ্ধতিতে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এসকেভেটর জব্দ করা হয়। অভিযানে গোয়াইনঘাটের ইউএনও (ভারপ্রাপ্ত) সোহেল মাহমুদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার, গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেনসহ
পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট আবু সাফায়াৎ মোহাম্মদ শাহেদুল ইসলাম বলেন মন্দিরের জুমে পান সুপারির বাগান ধ্বংস করে একটি সংঘবদ্ধচক্র অবৈধ পন্থায় পাথর উত্তোলন করে আসছিল। পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ২২টি শ্যালো মেশিন ও ১টি এসকেভেটর জব্দকরা হয়েছে। পাথর উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।