স্টাফ রিপোর্টার :
নগরীর জলাবদ্ধতা নিরসনে ছড়া, খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিসিক।
গতকাল রবিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব। এ সময় উপস্থিত ছিলেন কনজারভেন্সী ইন্সপেক্টর আনোয়ার হোসেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সিলেট নগরীর প্রধান প্রধান সমস্যাগুলোর মধ্যে জলাবদ্ধতা একটি অন্যতম সমস্যা। জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের এ উদ্যোগে অব্যাহত থাকবে।