• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ আহত ৩

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৩, ২০১৭

ছাতক সংবাদদাতা :
ছাতকে সড়ক দুর্ঘটনায় দু’মহিলাসহ অজ্ঞাতনামা ৩জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রবিবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারণ নতুনবাজার এলাকায় ঘটেছে। সড়কের হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজি-অটোরিক্সা আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট গামী সিএনজি অটোরিক্সা নং-সুনামগঞ্জ-থ-১১-০২৪৯ ও সুনামগঞ্জগামী পিকআপ নং-ন-১১-০৩৭৭ ধারণ নতুনবাজার সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিক্সার দু’মহিলাসহ মোট ৩ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে খবর পেয়ে সড়কের হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজি-অটোরিক্সা আটক করে বদিরগাঁওস্থ তাদের ফাঁড়িতে নিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি, দুর্ঘটনার পর চালকরা পালিয়ে গেছ বলে হাইওয়ে পুলিশের ইনচার্জ নান্নু আহমেদ জানিয়েছেন।