ছাতক সংবাদদাতা :
ছাতকে পুকুরের পানিতে ডুবে হাসান আহমদ (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে বাড়ীর পুকুর থেকে শিশু হাসানের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধূলা করছিল শিশু হাসান। এক সময় পরিবারের লোকজনের চোখ ফাঁকি বাড়ির পিছনের পুকুর পাড়ে খেলার ছলে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।