• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিসিকের অভিযানে লোটো ও এপেক্সের প্যানাফ্লেক্স জব্দ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৭, ২০১৭

স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকা জিন্দাবাজারে সৌন্দর্যহানিকর বক্স সাইন, বিলবোর্ড ও শপ সাইন অপসারণে আবারও অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এ সময় লোটোর দুটি বিলবোর্ড ও এপেক্সের একটি প্যানাফ্লেক্সও জব্দ করা হয়।  মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানের নেতৃত্বে অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।  এ সময় অভিযান কাজ সরেজমিন পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। নগরীর জিন্দাবাজারের শুকরিয়া মার্কেটের সম্মুখের রাস্তা থেকে জিন্দাবাজার লতিফ সেন্টার পর্যন্ত পরিচালিত অভিযানকালে ৩টি বৃহদাকার বিলবোর্ড এবং ছোটবড় ৪০টি বক্স সাইন, শপ সাইন অপসারণ করা হয়। জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন মার্কেট ঘেষে লাগানো ‘লোটো’র দুটি বৃহদাকার বিলবোর্ড এবং একটি ‘এপেক্স’ এর বিলবোর্ডের প্যানাফ্লেক্স অপসারণ করে জব্দ করা হয়। সিটি কর্পোরেশনের কর আদায় শাখা জানায়, এসব বিলবোর্ডের কোন অনুমোদন না থাকায় বিলবোর্ডগুলো অপসারণ করা হয়েছে। এছাড়াও অভিযানকালে জিন্দাবাজার এলাকার বৈদ্যুতিক খুঁটিতে লাগানো বক্স সাইন এবং বিভিন্ন দোকানের সামনে লাগানো অননুমোদিত সাইনবোর্ড অপসারণ করা হয়।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হক, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, ট্যাক্সেসন অফিসার আবদুল আজিজ, লাইসেন্স অফিসার হেলাল উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশ ফোর্সসহ সিটি কর্পোরেশনের কর এবং লাইসেন্স শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।