সিলেট সুরমা ডেস্ক ::: সিলেটে মুক্তিযোদ্ধা কন্যা সাজনার ঘাতক স্বামী লিয়াকতকে ২ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। সোমবার (৬ মার্চ) সিলেট মেট্রোপলিটন ৩য় আদালতের ম্যাজিষ্ট্রেট হরিদাস কুমার তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জেল হাজতে পাঠানো হয়েছিল লিয়াকত আলীকে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি জোন সিলেট- এর ইন্সপেক্টর আব্দুল হাদী রোববার তার দুইদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার শুনানি শেষে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের শুনানি করেন কোর্ট ইন্সপেক্টর জীবন ও সিলেট জেলা বারের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলুসহ কয়েকজন আইনজীবী এবং আসামি পক্ষে রিমান্ডের বিরোধীতা করে বক্তব্য দেন জেলা বারের অ্যাডভোকেট জালাল উদ্দিন ও তার সহযোগী আইনজীবীরা। গত বছরের ২২ জুন সিলেট সদরের দিঘলবাক নোয়াগাঁওয়ে এ হত্যাকাণ্ড ঘটে। গ্রামের রইছ আলীর পুত্র লিয়াকত আলীর সাথে উপজেলার মীরপুর গ্রামের স্বামী পরিত্যক্তা বেদানা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেদানাকে বিয়ে করতেই লিয়াকত তার স্ত্রী মুক্তিযোদ্ধা কন্যা সাজনা বেগমকে হত্যা করেন। হত্যার পর এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার পর প্রেমিকা বেদানাকে বিয়ে করে ঘরে তুলে আনেন লিয়াকত। এ ঘটনায় সাজনার বোন নেহার বেগম বাদী হয়ে এসএমপি’র জালালাবাদ থানায় সাজনার স্বামী লিয়াকতসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর চার আসামি রইছ আলী, শওকত আলী, জমিলা বেগম ও হাবিবুর এখনো পলাতক রয়েছেন।