• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে জয়ী বিএনপির আতাউর

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৬, ২০১৭

সংবাদদাতা :::: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান (ধানের শীষ প্রতীক)। মোট ৬৬টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ২১৮০৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন আতাউর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আকমল হোসেন (নৌকা প্রতীক) পেয়েছেন ২০০৩০ ভোট। এছাড়া বিদ্রোহী প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা (আনারস প্রতীক) পেয়েছেন ৯৪৬৫ ভোট। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ জন আর নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮০৭ জন।