• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নাবিন রাজা চৌধুরী’র মুক্তির দাবী জেলা ও মহানগর বিএনপির

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৪, ২০১৭

মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিন রাজা চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে নাবিন রাজা সহ কারাগারে আটক সকল বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন-গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমাতেই শহীদ জিয়ার আদর্শের রাজপথের পরিক্ষিত সৈনিক মহানগর ছাত্রদল নেতা নাবিন রাজা চৌধুরীকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে আটকে রাখা হয়েছে। অবিলম্বে নাবিন রাজা সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল জাতীয়তাবাদী আদর্শের রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। বিজ্ঞপ্তি