• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকতা বিষয়ক বই হস্তান্তর

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০১৭

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের জন্য একুশের বই মেলা থেকে সাংবাদিকতা বিষয়ক কিছু বই আনা হয়েছে । গতকাল বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে এ বইগুলো পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাসের পক্ষ থেকে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের কাছে হস্তান্তর করেন দেশের প্রখ্যাত অভিনেতা বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সহ-সভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ মুন্না, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান, শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, বাংলানিউজের সিলেট প্রতিনিধি নাসির উদ্দিন, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার অমিতা সিনহা, আমাদের অর্থনীতির আবাসিক প্রধান আশরাফ চৌধুরী রাজু, মাই টিভির ক্যামেরাপার্সন শাহীন আহমদ, সিলেট সুরমার প্রতিবেদক সুলতান আহমদ ও রফিকুল ইসলাম কামাল, সিলেট সংলাপের প্রতিবেদক আনোয়ার হোসেন, যুগভেরীর আলোকচিত্রী রাহুল তালুকদার পাপ্পু প্রমুখ।
উল্লেখ্য, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাসের মাধ্যমে বইগুলো সিলেট জেলা প্রেসক্লাবে উপহার দিয়েছেন গোলাপগঞ্জের তরুণ সমাজসেবী  আমিনুর রহমান লিপন। গল্পে গল্পে সাংবাদিকতা নামে বই দুটি উপহার দিয়েছেন বইটির লেখক একাত্তর টেলিভিশনের সিলেটের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ। বিজ্ঞপ্তি