স্টাফ রিপোর্টার
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সিলেট নগরীর মদিনা মার্কেটে গত সোমবার রাতে ছাত্রলীগের বিধান গ্রুপের কর্মীদের ওপর হামলা চালালো দর্শন দেউড়ি গ্রুপের কর্মীরা। এ সময় কয়েকটি দোকান ভাংচুর করা হয়। ক্ষতি সাধন করা হয় দুটি মোটর সাইকেলের। এ সময় ঘটনাস্থল গিয়ে কয়েক জনকে আটক ও দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর পাঠানটুলা রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের গেইটের কামালবাজার ফার্মেসীর সামনে তারেক-ও খালেদ এর সাথে কথাকাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাহমুদ কমপ্লেক্সে অবস্থান করছিল বিধান গ্রুপ সমর্থিত রুবেল-তারেকের কর্মীরা। সিগারেট খাওয়া নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে গত সোমবার রাত ১০টার দিকে তারেক-রুবেলের কর্মীদের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় খালেদ সমর্থকরা। অবস্থা বেগতিক দেখে তারেক-রুবেলের সমর্থকরা দৌড়ে আত্মরক্ষা করে। এ সময় তারেক-রুবেল সমর্থকরা সেখানে কয়েকটি দোকান ভাংচুর করে। ভাংচুরকৃত দোকানগুলোর মধ্যে-রয়েছে- কামালবাজার ফার্মেসী, কামালবাজার হোটেলসহ কয়কটি দোকান। এ ঘটনায় মদিনা মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দেয়। দোকানপাট বন্ধ করে অনেকে আত্মরক্ষা করেন। হামলায় আহত-আবু হাসান মজুমদার, শাহীন আহমদ, আলীম হোসেনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রলীগ কর্মী রানা আহমদ, শিপলু, সাজু, একরাম, সুহেলসহ আরও কয়েকজনকে আটক করে।
এ ব্যাপারের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েক জনকে আটক ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়।