জগন্নাথপুর সংবাদদাতা
জগন্নাথপুরে শুকুর আলম (১০) নামের এক স্কুল ছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল-নোয়াগাঁও গ্রামের মজর উদ্দিনের ছেলে।
জানাগেছে, সোমবার বেলা ২ টার দিকে গ্রামের মাঠে একটি ঝুপে গলাকাটা শিশু শুকুর আলমকে মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে দেখতে পান এলাকার লোকজন। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হতভাগ্য অবুঝ শিশু শুকুর আলমের পিতা মজর আলী জানান, আমার ছেলে মৃত্যুর আগে সে বলে গেছে তাকে আমাদের একই গ্রাম কামারখাল-নোয়াগাঁওয়ের ইলিয়াছ মিয়ার ছেলে নানু মিয়া (২৬) হত্যা করেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নানু মিয়ার সাথে আমার পূর্ব শত্রুতা ছিল। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।