• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে সংঘর্ষে পুলিশসহ আহত ২২

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০১৭

জগন্নাথপুর সংবাদদাতা
জগন্নাথপুরে নির্বাচনী বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে।
জানাগেছে, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে ইকড়ছই গ্রামের সাবেক বাজার সেক্রেটারি দিলোয়ার হোসেন ও একই গ্রামের বর্তমান সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়ার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে গত রোববার বিকেলে জুনেদ আহমদ ভূইয়া ও দিলোয়ার হোসেনের পিতা তাজ উল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রোববার রাত সাড়ে ৯ টার দিকে ইকড়ছই গ্রামে উভয় পক্ষের উত্তেজিত লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে তাজ উল্লাহ, দিলোয়ার হোসেন, সুজিল মিয়া, বারিক উল্লাহ, তাজিম উদ্দিন, দুলু বেগম, আনোয়ার হোসেন আংগুর মিয়া, সুমিন মিয়া, নুর মিয়া, মুক্তি মিয়া, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়াসহ উভয় পক্ষের কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে ইটপাটকেলের আঘাতে জগন্নাথপুর থানার এসআই কায়েমুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন ও এসআই অভিজিৎ সিংহ সহ আরো ৩ পুলিশ আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশসহ অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।