সংবাদদাতা::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে রাতের আধারে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের আমির হোসেনের মেয়ে শাহিমা বেগমের ঘরে শুক্রবার রাতের কোন এক সময় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। অগ্নিকান্ড চারদিকে ছড়িয়ে পরলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণ আনে। ওই দিন শাহিমা বেগম তার চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, খবর পেয়ে তিনি বাড়িতে পৌঁছে বাকরুদ্ধ হয়ে পড়েন। শাহিমা বেগম জানান, অগ্নিকান্ডে নগদ ১৬ হাজার টাকা, কাপড় ও অন্যান্য জিনিস সহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তার ধারণা পূর্ব শক্রতার জের ধরে কেউ এ ঘটনা ঘটিয়েছে।