• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জননী আইডিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক::
সিলেট শহরতলীর শাহপরান গেইটে অবস্থিত জননী আইডিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। শনিবার একাডেমী ক্যাম্পাসে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি জনাব ইকরামুল কবির। একাডেমীর অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন মুকুলের সভপতিতে এবং পরিচালক মীর্জা হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব জৈন উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল আমীন জামেয়া ইসলামীয়া স্কুলের অধ্যক্ষ জনাব জসীমউদ্দিন ও ৪ নং খাদিমপাড়া ইউ/পি র ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব আনোয়ার হোসেন আনু। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত চৌধুরী নাহির। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সেক্রেটারী জনাব জবরুল হোসেন, বিশিস্ট মুরব্বী জুলুবুর রাজা চৌধুরী, হিমেল আহমদ, আব্দুর রহীম মাসুক, তারেক আহমদ বিলাস, আ স ম ফয়সল (নয়ন ), মামুনুর রশীদ, শারমিন খানম প্রমুখ। উক্ত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার প্রদান এবং মেধাবী ও কৃতি শিক্ষার্থীদেও সম্মাননা প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি