আশিস রহমানঃ
“যারা শিক্ষকতায় নবীন আছেন তারা একটু কষ্ট করুন। টাকার পিছনে না ঘুরে শিক্ষিত জাতি গড়ে তোলার চেষ্টা করুন। আর আপনারা যে যেখানে আছেন সেখান থেকে অন্যান্য শিক্ষকদের উদ্বুদ্ধ করুন এই সফলতা কামনা করি।” বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার। সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন বর্তমান প্রাইমারি শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তকে শুধু বানান ভুল হয়নি এর সাথে দর্শন গত ত্রুটি রয়েছে। যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এসময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। শুক্রবার সকাল দশটায় সুনামগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও প্রভাষক মোঃজামাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ শামছুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আকমল হোসেন, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক পৃথ্বিশ কান্তি ঘোষ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, এডভোকেট পীর মতিউর রহমান, কাশ্মির রেজা প্রমুখ সহ আরো অনেকে। (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শুভংকর তালুকদার, প্রভাষক জামাল হোসেন, রামানুজ রায়, শাহিনা চৌধুরী রুবী, রজত কান্তি রায়, দুলাল মিয়া, মোঃ মশিউর রহমান, ফজলুল হক দোলন, লিটন চন্দ্র সরকার, সবিতা বীর, মোঃ আব্দুল বাতেনসহ বিভিন্ন কলেজের প্রভাষকবৃন্দ। বক্তব্যে বক্তারা বৈষম্যহীন শিক্ষা এবং শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি জানান। পরে দুপুরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দের সকলের সর্ব সম্মতিক্রমে শুভংকর তালুকদার মান্নাকে সভাপতি ও মোঃ জামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়। এবং একই কমিটির ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।