• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

২৬ ফেব্রুয়ারি রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা মামলার রায়

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক ::: প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকা মূল্যের তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষনা হবে ২৬ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো রায়ের এ তারিখ নির্ধারন করে। এর আগে মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়।  এ তথ্য নিশ্চিত করেছেন মূখ্য মহানগর বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান।
ইতিমধ্যে এ মামলায় ৩৩ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারন করেন আদালতের বিচারক।
আদালত সূত্র জানায়, ১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল করেন রাগীব আলী। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে পৃথক দুটি মামলা করেন সিলেটের কোতোয়ালি থানায়। উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন মামলা দুটির কার্যক্রম স্থগিত ছিল। গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ রায়ে মামলা দুটো পুনরুজ্জীবিত করার নির্দেশ দিলে বিচার প্রক্রিয়া শুরু হয়। সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে গত ২ ফেব্রুয়ারি তারাপুর চা বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ছেলেসহ রাগীব আলীকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই আদালতে ভূমি আত্মসাৎ মামলায় ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ ও ২৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ হয়।