• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমা থেকে মানব পাচারকারী চক্রের মূলহোতা গ্রেফতার, ১২ জন উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০১৭

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে। এছাড়াও র‌্যাব মানপাচারকারী চক্রের কবল থেকে ১১জনকে উদ্ধার করেছে।  বুধবার বিকেলে র‌্যাব-৯ এর মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃতে¦ ও এএসপি পিযুষ চন্দ্র দাস এর সহযোগিতায় দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিদেশে পাঠানোর নাম করে টাকা আত্মসাতের মূলহোতা দক্ষিণ সুরমার লালাবাজারের খাজাকালু গ্রামের মৃত আব্দুল হকের পুত্র সিরাজুল হককে  (৪৮) আটক করে। পোল্যান্ড মানুষ পাঠানোর নামে সে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।
র‌্যাব জানায়, মানবপাচারকারী দলের হোতা সিরাজ গত বছরের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পোল্যান্ড পাঠানোর প্রতিশ্র“তি দিয়ে মোটা অংকের টাকা আদায় করে। টাকা গ্রহণের বিপরীতে সিরাজ তার নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের চেক প্রত্যেকেই প্রদান করে এবং স্ট্যাম্পে লিখিত দেয় যে বিদেশ পাঠাতে না পারলে প্রত্যেকের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। গত বছরের ২৬ ডিসেম্বর সিরাজ বিদেশ পাঠানোর নামে সবাইকে ঢাকা এয়ারপোর্টে নিয়ে যায়। এরপর এয়ারপোর্টের ভেতরে প্রবেশের আগেই সবার পাসপোর্টে সিল দেয়ার কথা বলে পাসপোর্ট নিয়ে ভেতরে যায়। এরপর সিরাজের ব্যবহৃত মোবাইল ফোন করলে তার ফোন ফোন বন্ধ পাওয়া যায়। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সিরাজ দীর্ঘদিন থেকে বিদেশে গমনেচ্ছুক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। গ্রেফতারকৃত সিরাজকে দক্ষিণ সুরামা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।