• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাগীব আলীর অর্থ আত্মসাৎ মামলা স্থানান্তরের আবেদন খারিজ

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০১৭

স্টাফ রিপোর্টার :
রাগীব আলী ও তাঁর ছেলে-মেয়েসহ ছয়জনের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা বাগান দখল করে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলা স্থানান্তর আবেদন শুনানি শেষে খারিজ করে দিয়েছেন আদালত।  বুধবার সিলেটের মহানগর দায়রা জজ আদালতে মামলা স্থানান্তরের শুনানি শেষে বিচারক আকবর হোসেন মৃধা এক আদেশে মামলা স্থানান্তরের আবেদন খারিজ করে দেন। আদালত সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্র“য়ারি মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করে আজ বৃহস্পতিবার যুক্তিতর্কের তারিখ নির্ধারণ ছিল। ওই দিন রাগীব আলীর পক্ষের আইনজীবীরা মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আবেদন করলে গতকাল বুধবার শুনানির তারিখ ধার্য ছিল।
মহানগর বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, মহানগর দায়রা জজ আদালতে এ সংক্রান্ত শুনানি শেষে মামলা স্থানান্তর আবেদন খারিজ হওয়ায় আজ বৃহস্পতিবার যথারীতি মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে যুক্তিতর্ক সম্পন্ন হবে।