সিলেট সুরমা ডেস্ক : :: জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভূক্ত দুই আসামী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের পর তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক(এসআই) মোঃ শাহজামাল’র নেতৃত্বে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেপ্কার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর শহরের ভবানীপুর গ্রামের আব্দুল ছোবহান’র ছেলে সমছুল আলম (২৬) ও একই এলাকার বাসিন্দা রফাত উল্লাহর ছেলে আব্দুল ছোবহান (২৬)।
তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এসআই মো. শাহজামাল।