• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০১৭

মৌলভীবাজার প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর বনগাঁও এলাকা থেকে মাছুম মিয়া নামে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিশুর পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। মৃত মাছুম মিয়া বনগাঁও গ্রামের মৃত আছদ্দর মিয়ার ছেলে। মাছুম বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিল।কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে ২ বন্ধুকে সাথে নিয়ে ধলাই নদীতে গোসল করতে নামে শিশু মাছুম। একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে নদীতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে নদীতে জাল ফেলে জালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করার পর কমলগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হলে লাশ দাফন করা হবে বলে জানান ওসি।