স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ৩ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গ্রেফতারকৃত ৩ জন হচ্ছেন- শাহপরাণ এলাকার আফতাব উদ্দিনের ছেলে মারুফ আহমদ (২২), মাছিমপুরের মৃত আব্দুল্লাহর ছেলে আহমদ আলী স্বপন ও ছড়ারপারের আব্দুল মালেকের ছেলে শাহজাহান ওরফে সাজু (২২)। এর আগে রবিবার সকালে সাজ্জাদ এবং রাজু নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় দুই দিনে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। অন্যদেরকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।